বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৫-বি ডিইও ব্যাচের জন্য সরাসরি কমিশন্ড অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষা ও ইঞ্জিনিয়ারিং শাখায় নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।
১. শিক্ষা শাখা (বিবিধ বিষয়): পদার্থ, রসায়ন, বাংলা ও ইংরেজিতে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে, এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) প্রাপ্ত হতে হবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে নির্দিষ্ট গ্রেড শর্ত প্রযোজ্য।
২. শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ারিং): কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং বিএসসিতে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে) প্রয়োজন।
পুরুষদের জন্য ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ও সম্প্রসারিত ৩২ ইঞ্চি। নারীদের জন্য উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত ৩০ ইঞ্চি।
আগামী ১৯ থেকে ২৩ জানুয়ারি প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার পর আইএসএসবি পরীক্ষা ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। সবশেষে নৌবাহিনী সদর দপ্তরে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হবে।
চূড়ান্ত নিয়োগপ্রাপ্তরা সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন পাবেন। মেধাবী কর্মকর্তাদের জন্য দেশি-বিদেশি প্রশিক্ষণ, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ, পরিবারের শিক্ষার সুযোগসহ নানা সুবিধা থাকবে।
প্রার্থীরা নৌবাহিনীর ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। আবেদন ফি ৭০০ টাকা মোবাইল ব্যাংকিং বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করতে হবে। নিয়োগসংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ: নৌবাহিনী সদর দপ্তর, বনানী, ঢাকা, ফোন: (০২) ৯৮৩৬১৪১-৯, হেল্পলাইন: ০১৭৬৯৭০২২১৫।