মিনিস্টার হাইটেক পার্কে ১০০ সেলস অফিসার নিয়োগ

ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড ১০০ জন সেলস অফিসার পদে পুরুষ কর্মী নিয়োগ দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন বা ই-মেইল ও সরাসরি সিভি পাঠাতে পারবেন।


পদের বিবরণ:

পদের নাম: সেলস অফিসার
পদসংখ্যা: ১০০


যোগ্যতা ও অভিজ্ঞতা:

  • শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/এইচএসসি পাস।
  • অভিজ্ঞতা: ইলেকট্রনিক ইকুইপমেন্ট/হোম অ্যাপ্লায়েন্স খাতে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা।
  • দক্ষতা:
    • করপোরেট সেলস অ্যান্ড মার্কেটিং
    • সেলস ম্যানেজমেন্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন
    • সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন পরিচালনা

বয়সসীমা:

২০ থেকে ৩৫ বছর


চাকরির ধরন:

ফুলটাইম


কর্মস্থল:

বাংলাদেশের যেকোনো স্থানে


বেতন ও সুযোগ-সুবিধা:

বেতন: আলোচনা সাপেক্ষে

সুবিধাসমূহ:

  • দুটি উৎসব বোনাস
  • ভ্রমণ ভাতা
  • মেডিকেল ভাতা
  • টি/এ সুবিধা
  • বার্ষিক বেতন বৃদ্ধি

আবেদনের প্রক্রিয়া:

আগ্রহী প্রার্থীরা Apply Now বাটনে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়া, কভার লেটার, পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি এবং সিভি ই-মেইলে বা সরাসরি নিম্নোক্ত ঠিকানায় পাঠাতে হবে:

ই-মেইল ঠিকানা: hr.ministerelectronics@gmail.com

সিভি সরাসরি পাঠানোর ঠিকানা:
ডেপুটি ডিরেক্টর-এইচআর,
মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড অ্যান্ড মাইওয়ান ইলেকট্রনিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড,
মিনিস্টার হেডকোয়ার্টার, বাসা নম্বর-৪৭, রোড নম্বর ৩৫/এ, গুলশান-২, ঢাকা-১২১২।


আবেদনের শেষ তারিখ:

৯ জানুয়ারি ২০২৫


আপনার ক্যারিয়ার গঠনের সুযোগ মিস করবেন না! 🚀

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *