• 01898348098
  • adarsacomputer24@gmail.com
  • Near By Fatullah Police Station
  • Fatulla, Narayanganj, Bangladesh
  • 9.00 AM - 9.00 PM
  • Saterday - Thursday
আরও তিন জেলায় ২০০ সরকারি আইন কর্মকর্তা নিয়োগ, বাতিল পুরোনো নিয়োগ

আইন মন্ত্রণালয় বগুড়া, ঠাকুরগাঁও এবং ঝিনাইদহের বিভিন্ন আদালতে ২০০ জন নতুন সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে। এই নিয়োগের মধ্যে আছেন সরকারি কৌঁসুলি (জিপি), অতিরিক্ত সরকারি কৌঁসুলি, সহকারী সরকারি কৌঁসুলি, পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এবং সহকারী পাবলিক প্রসিকিউটর। নিয়োগপ্রাপ্তদের মধ্যে ১০৭ জন বগুড়ায়, ২১ জন ঠাকুরগাঁও এবং ৭২ জন ঝিনাইদহের আদালতে নিযুক্ত হয়েছেন।

বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে জিপি ও পিপি হিসেবে যথাক্রমে মো. শফিকুল ইসলাম (টুকু) এবং মো. আবদুল বাছেদ নিয়োগ পেয়েছেন। ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতে জিপি হিসেবে মোহাম্মদ সারওয়ার হোসেন এবং পিপি হিসেবে মোহাম্মদ আবদুল হালিম দায়িত্ব পেয়েছেন। ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতে জিপি হিসেবে মো. মোকাররম হোসেন টুলু এবং পিপি হিসেবে এস এম মশিয়ুর রহমান নিযুক্ত হয়েছেন।

গতকাল রোববার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে এ সম্পর্কিত তিনটি নিয়োগাদেশ জারি করা হয়। উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এই নিয়োগাদেশের মাধ্যমে জেলা তিনটির জেলা ও দায়রা জজ আদালত ও এদের অধীন আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এবং বিশেষ জজ আদালতে এর আগে নিয়োগ করা সব আইন কর্মকর্তার নিয়োগাদেশ বাতিলক্রমে তাঁদের নিজ নিজ পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ নিয়োগের মাধ্যমে নতুন আইন কর্মকর্তারা তাদের দায়িত্ব পালন শুরু করবেন এবং আদালতগুলোর কার্যক্রম আরও সক্রিয় ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Our Like Page